সংবাদ শিরোনাম :
বন্যার্তদের পাশে নওগাঁ ব্লাড সার্কেল

বন্যার্তদের পাশে নওগাঁ ব্লাড সার্কেল

অনলাইন ডেস্কঃ

ভারতের ত্রিপুরা রাজ্যের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও চট্টগ্রামের কিছু অংশ বন্যায় আক্রান্ত হয়।

বন্যার্তদের সেবায় নওগাঁ ব্লাড সার্কেল নামে একটি সামাজিক সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে। শুকনা খাবার, ওষুধ ও পোশাক নিয়ে ঘরে ঘরে ছুটে যায় স্বেচ্ছাসেবীরা।

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা মোট ৭০০ টি পরিবারকে শুকনা খাবার এবং ২,০০০ জনকে তৈরি পোশাক ও ওষুধ সরবরাহ করেছি। বিশেষত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় আমরা কাজ করেছি।”

নওগাঁ ব্লাড সার্কেলের সহ সভাপতি মো. রবিউল সরদার বলেন, “নওগাঁ শহর থেকে গণত্রাণ কর্মসূচীর মাধ্যমে আমরা নগদ অর্থ উত্তোলন করি। পোশাক ব্যবসায়ীরা আমাদেরকে লক্ষাধিক টাকার নতুন পোশাক প্রদান করেন। স্কুল-কলেজগুলো থেকে অনেক পুরাতন কাপড়ও আমরা সংগ্রহ করি। ওষুধ কোম্পানির পক্ষ থেকে কম মূল্যে ওষুধ প্রদান করা হয়। এসব উপহারসামগ্রী নিয়ে আমরা পৌছে যাই দূর্গম বন্যা কবলিত এলাকায়। বিতরণের ক্ষেত্রে স্থানীয় স্বেচ্ছাসেবীরা আমাদের সাহায্য করেছে।”

নওগাঁ ব্লাড সার্কেল ২০১৭ সাল থেকে রক্তদানে সচেতনতা, থ্যালাসেমিয়া প্রতিরোধে ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, অক্সিজেন সিলিন্ডার সেবা, বৃক্ষরোপণ, কুরআন শিক্ষার আসর সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী