সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার কাটিয়া মাঠপাড়া জলাবদ্ধতাবাসীদের মানববন্ধন

সাতক্ষীরার কাটিয়া মাঠপাড়া জলাবদ্ধতাবাসীদের মানববন্ধন

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাটিয়া মাঠপাড়া এলাকার জলাবদ্ধতাবাসীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় অতি বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতাবাসীরা রাস্তায় হাঁটু পানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মানববন্ধন করেছে।

ব্যবসায়ী রুহুল আমিন এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ মিরাজ আহমেদ মুন্না, মোঃ আরিফুল ইসলাম, মোঃ কবির হোসেন, মোঃ নজরুল ইসলাম আব্দুস সামাদ প্রমুখ।

বক্তারা বলেন প্রতি বছরই আমরা জলাবদ্ধতার কবলে পড়ে মানবেতর জীবন যাপন করি।
যে কোন ভোটের পূর্ব মূহুর্তে নেতা ও নির্বাচনের প্রার্থীদের আশ্বাস শুনি তিনি নির্বাচিত হলেই এলাকার জলাবদ্ধতার স্থায়ীভাবে নিরসন করা হবে।
কিন্তু অতি দুঃখের বিষয় কাউন্সিলর, চেয়ারম্যান ও সংসদ সদস্যদের এহেন বানি শুধু কেতাবেই রয়ে গেছে।

সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণীর একটি প্রথম শ্রেণীর পৌরসভা কিন্তু এখানে উন্নয়নের ছোঁয়া নেই?
পৌরসভার ১ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা অন্ত্যান্ত নাজুক পর্যায়ে।
একটু বৃষ্টি নামলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
রাস্তার চেয়ে ড্রেন যেন উপরে উঠে গেছে , সে কারণে পানি সরকার কোন পথ না থাকায় বাসাবাড়ির আঙিনায় পানি উঠে যায় ফলে পরিবার গুলির শিশু বৃদ্ধ সকলের বসবাস ও চলাচল অত্যন্ত দূর্বিসহ হয়ে পড়ে।
এখনি জলাবদ্ধতার নিরসন না করা হলে কাটিয়া মাঠ পাড়া ও গদাইবিল এলাকার মানুষের দূর্ভোগের সীমা থাকবে না?

তার পরেও অত্রা এলাকায় মৎস্য ঘের করার কারণে বৃষ্টির পানি সরকার কোন পথ নেই বার বার সতর্ক করা হলে ও ঘের মালিক রা নিরব ভূমিকা পালন করে আসছেন।

মৎস্য ঘের মালিকদের আজকের জন্য আল্টিমেটাম দেয়া হয়েছে ঘের অপসারণ করার জন্য।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী