সংবাদ শিরোনাম :
গজারিয়া শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি শিক্ষকদের মানববন্ধন

গজারিয়া শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি শিক্ষকদের মানববন্ধন

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য মানববন্ধন করেছে শিক্ষক সমাজ।এ সময় তাঁরা উপজেলা শিক্ষা অফিসার এর মাধ্যমে প্রধান উপদেষ্টা,শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবর স্মারক লিপি প্রদান করেন।

গজারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধনে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সরদার আবদুল কায়ুম,মো কামাল হোসেন সাইদী,মো বশির উল্লাহ,মো নুরুল ইসলাম ,মু. শাহজাহান শিকদার, মো রফিকুল ইসলাম, মো আবুল হোসেন সরকার, মো খবিরুল আলম, মো মাঈন উদ্দিন, মোজাম্মেল হক, মো: মজিবুর রহমান, মোহাম্মদ আমিনুল হক, মাকছুদুর হাসান, মো আবদুল আলীম, হাজী মো মুক্তার হোসেন মিয়াজী, মো আব্দুল ছালামসহ গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি মো রফিকুল ইসলাম,এবং সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে উপজেলা শিক্ষা অফিসার মো:জাকির হোসেন এর কাছে একটি স্মারক লিপি প্রদান করেন।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী