সংবাদ শিরোনাম :
মুন্সিগঞ্জে মিথ্যা ষড়যন্ত্রমূলক এবং বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এলাকাবাসী । সীমান্ত হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও লুট হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবীতে সমাবেশ শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে শামা ওবায়েদ ইসলাম রিংকু একাধিক মামলার আসামি খুলনার সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী আর নেই অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী আর নেই নওগাঁর ধামইরহাটে হত্যা মামলার পলাতক আসামি জমজম ২ ভাই তোহা ও জোহা গ্রেফতার গজারিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যানজট
মুন্সীগঞ্জে দেবরের সঙ্গে পরকীয়া প্রেমিকের হাতে নৃশংসভাবে প্রবাসী খুন

মুন্সীগঞ্জে দেবরের সঙ্গে পরকীয়া প্রেমিকের হাতে নৃশংসভাবে প্রবাসী খুন

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি – মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্ত্রীর যোগসাজশে পরকীয়া প্রেমিকের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন স্বামী মোকসেদুর রহমান (৪০)।তাকে হাত-পা বেঁধে হত্যা করে ইছামতি নদীতে ফেলে দেয়া হয়।এরপর ঘটনা অন্যদিকে ঘোরানোর জন্য সৌদি আরবে ফিরে যায় প্রবাসী পরকীয়া প্রেমিক জাহিদ সরকার।এ ঘটনায় স্ত্রী আসমা বেগমকে গ্রেফতার করে গত সোমবার মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হলে আসমা হত্যার বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।

গত ১৭ জানুয়ারি সকাল ১০ টার দিকে সিরাজদীখান উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের বরাম বাজারসংলগ্ন্ ইছামতি নদীর তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়।এদিকে নিহতের স্ত্রী আসমা বেগম তার স্বামী নিখোঁজ রয়েছে মর্মে রাজধানীর গেণ্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করে। সাধারণ ডায়েরি,যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যাদির প্রেক্ষিতে পুলিশি তদন্তে যুবকের পরিচয় উঠে আসে।ঘটনার সাথে জড়িত আসমা বেগমকে গত রোববার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার গেণ্ডারিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ২২ বছর আগে ঢাকার গেণ্ডারিয়ার মোকসেদুর রহমানের সাথে বিয়ে হয় বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঠাকুর মল্লিক গ্রামের মৃত লতিফ শিকদারের মেয়ে আসমা বেগমের।তাদের ২২ বছরের সংসার জীবনে তিন ছেলে রয়েছে।প্রায় তিন বছর আগে আসমা বেগমের সাথে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কালিপুর গ্রামের আনোয়ার সরকারের ছেলে সৌদী প্রবাসী জাহিদ সরকারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।মোকসেদুর রহমানকে বিদেশে নেয়ার আশ্বাস দিয়ে আসমার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে জাহিদ।গত ৩ জানুয়ারি মোকসেদুরকে সিরাজদিখানে প্রেমিক জাহিদের কাছে পাঠায় স্ত্রী আসমা।মোকসেদুর কালীপুর গ্রামে জাহিদের বাড়িতে এলে রাতে তাকে ঘুমের ওষুধ খাওয়ায় জাহিদ ও তার সহযোগীরা।পরে ঘুমের মধ্যে মোকসেদুরকে হত্যা করে হাত-পা বেঁধে লাশ নদীর তীরে ফেলে রেখে আসে। এরপর ১১ জানুয়ারি সৌদীতে চলে যায় জাহিদ।পরে গত ১৭ জানুয়ারি নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন,একটি চাঞ্চল্যকর হত্যার ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী