সংবাদ শিরোনাম :
৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

নাগরিক বানী ডেস্কঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গণঅধিকার পরিষদ উপজেলা শাখা উদ্যোগে আনন্দ র‍্যালিতে অংশ নিয়ে শাকিল উজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ফ্যাসিবাদী কায়েম করেছিল। আমাদের সব পূর্ণতা থাকা সত্ত্বেও তাদের গোয়েন্দা সংস্থাদের রিপোর্টে গণঅধিকার পরিষদের নিবন্ধন দেয়নি। ছাত্র-জনতা এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। জনগণের চাওয়ায় ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছি। গণঅধিকার পরিষদ এখন একটি নিবন্ধিত রাজনৈতিক দল।

তিনি আরো বলেন, ডাকসুর সাবেক ভিপি ও দলের সভাপতি নুরুল হকের নেতৃত্বে গণজোয়ার তৈরি হয়েছে। যেখানে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদার ও বৈষম্য থাকবে, সেখানে সবাইকে নিয়ে গণঅধিকারের নেতৃত্বে প্রতিহত করা হবে।

 

 

 

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী