সংবাদ শিরোনাম :
হাত নেড়ে নেতাকর্মীদের আশ্বস্ত করলেন শাজাহান খান

হাত নেড়ে নেতাকর্মীদের আশ্বস্ত করলেন শাজাহান খান

 

নাগরিক বানী ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল মোতালিব (১৪) নামে এক কিশোর নিহতের ঘটনায় গ্রেফতার হন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে রিমান্ড শুনানি চলাকালে তিনি নেতাকর্মীদের হাত নেড়ে আশ্বস্ত করেছেন।

এদিন বিকেল ৪টা ৪ মিনিটে তাকে হত্যা মামলায় আদালতে হাজির করা হয়। তিনি হাসি মুখে কাঠগড়ায় ওঠেন এবং আদালতে উপস্থিত নেতাকর্মীদের হাত নেড়ে আশ্বস্ত করেন। পরে বিকেল ৪টা ২৩ মিনিটে বিচারক এজলাসে ওঠেন। তখন আসামিপক্ষ ১০ দিনের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে।

গত ৪ আগস্ট রাজধানীর ধানমণ্ডি থানাধীন এলাকার ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমণ্ডি থানায় হত্যা মামলা করেন।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী