সংবাদ শিরোনাম :
হরিহরনগর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

হরিহরনগর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

উত্তম চক্রবর্তী,মণিরামপুর: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আশ্বাস প্রকল্পের আওতায় মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় অত্র ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মশালায় সভাপতিত্ব করেন হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বিশ্বাস। আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল এর সঞ্চলনায় উক্ত কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। ইউনিয়ন পর্যায়ের সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সারভাইভারদের সুরক্ষার জন্য ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বরাদ্দ ও বরাদ্দের সদ্বব্যবহার, জনসচেতনতা সৃষ্টিতে সারভাইভারের সুরক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা, মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারন ও কর্মপরিকল্পনা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে যশোর জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী