সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সীমান্তে ভারতে পাচারের সময় ২ কোটি টাকার মালামাল জব্দ ।

সুনামগঞ্জ সীমান্তে ভারতে পাচারের সময় ২ কোটি টাকার মালামাল জব্দ ।

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ

সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সুপারি, রসুন ও মাছসহ নানা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে কুশিয়ারা থেকে এসব মালামাল আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১১ লাখ টাকা।

জানা গেছে, বৃহস্পতিবার দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির একটি টহল দল কুশিয়ারা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ভারতে পাচারের জন্য আনা ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি রসুন, ৪ হাজার কেজি শিং মাছ, ১টি ট্রাক, ২টি ডিআই ও ৪টি মাহেন্দ্রা পিকআপ জব্দ করে ওই দল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ মালামাল কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮) বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী