সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে আন্ত:জেলা ডাকাত চক্রের ৮ সদস্য অভিযানে গ্রেপ্তার কালবেলা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সাংবাদিকদের মিলনমেলা মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের সিনিয়ার সহ-সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ নাচোলে অভিযোগের ২ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার মুন্সিগঞ্জে মিথ্যা ষড়যন্ত্রমূলক এবং বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এলাকাবাসী । সীমান্ত হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও লুট হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবীতে সমাবেশ শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে শামা ওবায়েদ ইসলাম রিংকু একাধিক মামলার আসামি খুলনার সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার
সবজি পরিবহনের ক্যারেটে করে গাঁজা পরিবহন;

সবজি পরিবহনের ক্যারেটে করে গাঁজা পরিবহন;

রাসেল আহমেদ স্টাফ

রিপোর্টার সবজি পরিবহনের ক্যারেটে করে গাঁজা পরিবহন; আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যমানের ৫০ কেজি গাঁজাসহ চার (০৪) জন মাদক ব্যবসায়ীকে রাজধানী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মাদক বহনে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেল জব্দ।

গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাদকদ্রব্যের বড় চালান নিয়ে পিকআপ যোগে এবং মোটরসাইকেল দিয়ে স্কট করে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক সকাল ১০:১০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় ঢাকা-মাওয়াগামী রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল ও একটি পিকআপ উল্লেখিত র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে উপস্থিত র‌্যাব সদস্যরা মোটরসাইকেল ও পিকআপটি থামিয়ে মোটরসাইকেল ও পিকআপে থাকা ০৪ জন আরোহিকে জিজ্ঞাসাবাদ করলে অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা তাদের কাছে মাদকদ্রব্য আছে বলে স্বীকার করে। অতঃপর উক্ত চেক পোস্টে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক উক্ত পিকআপটি তল্লাশি করে এবং আসামীদের দেখানো ও বের করে দেওয়া পিকআপের পিছনের ডালার উপর বিশেষ কৌশলে রক্ষিত সবজি বহনের কাজে ব্যবহৃত প্লাস্টিকের ক্যারেটের ভিতর হতে আনুমানিক ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাঁশ) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মো. আব্দুল মালেক (৩২), পিতা-মৃত এয়াজ উদ্দিন, সাং-ফতেহজংপুর, কাচারীপাড়া, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর, ২। মো. জাহাঙ্গীর আলম (৪০), পিতা-মো. ছেরাব উদ্দিন, সাং-ফতেহজংপুর, কাচারীপাড়া, থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুর, ৩। মো. ফখরুল ইসলাম (৪৩), পিতা-মৃত আব্দুল লতিফ, সাং-কুন্দারগোড়া, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা ও ৪। মো. নজরুল ইসলাম @ নজির (৫৫), পিতা-মৃত আমির হোসেন, সাং-কুন্দারগোড়া, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ, ০১টি মোটরসাইকেল, ৫৫টি প্লাস্টিকের ক্যারেট, ০৫টি কাঁধব্যাগ, ০৫টি মোবাইল ফোন ও নগদ- ৪,৩৫০/- টাকা জব্দ করা হয়।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী