সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জ ০৪ আগস্ট হত্যা মামলায় জেলার বিভিন্ন থানায় গ্রেফতার ৯ জন

মুন্সীগঞ্জ ০৪ আগস্ট হত্যা মামলায় জেলার বিভিন্ন থানায় গ্রেফতার ৯ জন

 

অদ্য ০৩-১০-২০২৪ খিস্টাব্দ মুন্সীগঞ্জ জেলা পুলিশ কর্ত্ক অভিযান পরিচালনা করে দিবাগত রাতে গত ০৪ আগষ্ট ২০২৪ তারিখে মুন্সীগঞ্জ সুপার মার্কেটের সামনে সংঘটিত ডিবজল ও রিয়াজুল ফরাজী হত্যা মামলার ০৯ জন আসামী গ্রেফতার করা হয়। রিয়াজুল ফরাজী হত্যা মামলা নং-০২(০৮)২৪ এর গ্রেফতারকৃত আসামীরা হলো- (১) মো. তোতা মিয়া বেপারী (৫২) পিতা-মৃত বনব আলী বেপারী সাং- হোসেন্দী, (২) আব্দুল মান্নান (৪২), পিতা- বাতেন, সাং- আনারপুরা, (৩) নুরে আলম (৩৫), পিতা – মতিন মিজি, সাং- আনারপুরা, (৪) মিঠুন মোল্লা (৩৫), পিতা- দুলাল মোল্লা, সাং- হোসেন্দী, (৫) হারেছ মোস্তফা, পিতা- মৃত আব্দুল আওয়াল প্রধান, সাং- হোসেন্দী, সর্ব থানা গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ এবং ডিবজল হত্যা মামলা নং- ১৫(০৮)২৪ এর গ্রেফতারকৃত আসামীরা হলো- (১) সালাম মিয়া @ সানি (৫৭), পিতা- মৃত আনোয়ার আলী, সাং- রমজানবেগ, থানা- মুন্সীগঞ্জ সদর, (২) মো. জুয়েল হাওলাদার (৩৭), পিতা- মৃত রফিক হাওলাদার, সাং- মাইজগাও, থানা- লৌহজং, (৩) মো. আবুল কাশেম (৫২), পিতা- মৃত হাজী চান মিয়া, সাং- কুমারভোগ, থানা- পদ্মাসেতু উত্তর, (৪) মো. বাবুল দেওয়ান (৫৬), পিতা- মৃত সাহেব আলী দেওয়ান, সাং- মান্দ্রা, থানা- টংগীবাড়ী, সর্ব জেলা- মুন্সীগঞ্জ।

সিরাজদিখান থানা:

অদ্য ০৩-১০-২০২৪ খিস্টাব্দ সিরাজদিখান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সিরাজদিখান থানা ভাংচুর ও লটপাট এর মামলা নং- ১৬(০৮)২৪ এর পলাতক আসামী আনোয়ার (৫৫) কে গ্রেফতার করেছে। আনোয়ার সিরাজদিখান উপজেলার নতুন ভাষানচর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী