সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে হিন্দুদের পাশে বিএনপি, উৎসবে পরিণত জন্মাষ্টমী

মুন্সীগঞ্জে হিন্দুদের পাশে বিএনপি, উৎসবে পরিণত জন্মাষ্টমী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিএনপি নেতাদের উপস্থিতিতে মুন্সীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের পরিণত হয়। তাদের অনুষ্ঠান শুরুর আগেই মন্দিরে চলে আসেন জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক এমপি আব্দুল হাইয়ের ছোট ভাই বিএনপি নেতা আব্দুল মতিন। শীর্ষ নেতা আব্দুল হাইয়ের অপর ছোট ভাই জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিনের নির্দেশে আব্দুল মতিন নেতাকর্মীদের নিয়ে জন্মাষ্টমী অনুষ্ঠানে উপস্থিত হয়।

এ অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পর সদস্যরা। সাথে ছিলো পুলিশ বাহিনীর সদস্যও।

মন্দির ব্যবস্থাপনা কমিটি, উদযাপন কমিটি এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সকলেই কেউ নৌকা প্রতীকের সাবেক এমপি এডভোকেট মৃণাল কান্তি  দাস আবার কেউ জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে সাবেক স্বতন্ত্র এমপি হত্যা মামলার পলাতক আসামি ফয়সাল বিপ্লবের অনুসারি। এ অবস্থায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থেকে তাদের অনুষ্ঠানকে উৎসবে পরিণত করেছে। 

সোমবার বিকেলে শহরের কেন্দ্রীয় জয়কালীমাতা মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দিরের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমর কুমার ঘোষ। 

সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দারের সঞ্চালনায় বিএনপি নেতা আব্দুল মতিন ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালীমাতা মন্দিরের সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী কাজল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি প্রশান্ত কুমার মন্ডল দুলাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক উত্তম কুমার বনিক, জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি বলরাম বাহাদুর, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য শ্যামল রায় প্রমুখ।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী