সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে পুলিশের স্থাপনায় ভাঙচুর লুট অগ্নিসংযোগের ৫ মামলায় ৩ জন আটক

মুন্সীগঞ্জে পুলিশের স্থাপনায় ভাঙচুর লুট অগ্নিসংযোগের ৫ মামলায় ৩ জন আটক

নিজস্ব প্রতিনিধি : গত ৫ আগস্ট সরকার পতনের পর মুন্সিগঞ্জের পুলিশের ৫টি স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এতে কারো নাম উল্লেখ না থাকলেও অসংখ্য আসামির কথা উল্লেখ রয়েছে। মামলা গুলোর বাদি হয়েছে পুলিশ।

এর মধ্যে সদর থানা, ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় ৩ আসামিকে সোমবার ভোর রাত ৪টার দিকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের কাছ থেকে সরকারি ২টি মোবাইল ফোন, একটি স্বর্ণের রিং, একটি গ্যাস সেল, ১টি ট্রলি ব্যাগ ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে তালুকদার ওরফে মুনতাসিম ওরফে জীবন (১৮) সদর থানার দরগা বাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে সিয়াম মোল্লা (১৮) ও একই গ্রামের মাইনুদ্দিন হাওলাদার এর ছেলে মোঃ ইকরাম হাসান মুন্না (১৯)।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান গ্রেফতার ও মামলার তথ্য নিশ্চিত করেন

তিনি বলেন গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় যারা জড়িত সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি আরো জানান মুন্সিগঞ্জ সদর থানা,পুলিশ সুপার কার্যালয়, সদর পুলিশ ফাঁড়ি ও হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রে অগ্নিসংযোগ লুটের অভিযোগে ২২ সেপ্টেম্বর সদর থানায় চারটি ও একই অভিযোগে টঙ্গীবাড়ী থানায় আরো ১টি মামলা দায়ের হয়।

এই পাঁচ মামলায় এজাহারের নামীয় কোন আসামি না থাকলেও অসংখ্য অজ্ঞাত নামা আসামীর কথা উল্লেখ রয়েছে।
বাদী হয়েছেন পুলিশ।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী