সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় ভাংচুরের হামলার ঘটনায় পুলিশের মামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় ভাংচুরের হামলার ঘটনায় পুলিশের মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি –
ছাত্র জনতার গণঅভ্যুত্থান সৈরাচারি শেখ হাসিনা সরকারের পতনকে কেন্দ্র করে জণসাধারণ কর্তৃক সিরাজদিখান থানায় হামলা চালিয়া ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ আগষ্ট সিরাজদিখান থানার এসআই ইকবাল হোসেন বাদী হয়ে ৪ শ থেকে ৪ শত ৫০ জন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মোট ১৩ টি ধারায় মামলাটি দায়ের করেন। যার নং-১৬। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে বিকাল অনুমান পৌনে ৪ টার দিকে সিরাজদিখান থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করে কয়েশ মানুষ। এসময় বিক্ষুব্ধ জনতা থানার মূল ফটকের সামনে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে থানার প্রধান গেট ভাংচুর করে থানার ভিতরে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে থানার ভিতরে প্রবেশ করে পুলিশের উপর আক্রমনের প্রস্তুতি নিলে সাউন্ড গ্রেনেট ও গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিকাল পৌনে ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থানা ফটকে জড়ো হয়ে মোট ৩ দফা হামলার প্রস্তুতি নিলে ৩ দফা সাউন্ড গ্রেনেট ও গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে মোঃ শান্ত (৩০), শামিম (৩০) ও আশিক (৩০) নামে ৩ জন পুলিশের ছোড়া গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর রক্তাক্ত আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে মামলার এজাহারে থানার মূল ফটকে অগ্নি সংযোগ ও থানার প্রধান গেট ভাংচুর করে উশৃঙ্খল দুষ্কৃতিকারী কর্তৃক ইট পাটকেল নিক্ষেপ, থানার মূল ফটক ভেঙ্গে থানার ভিতরে প্রবেশ করে থানায় কর্মরত পুলিশ সদস্যদের হত্যা করে অস্ত্র ও গুলি ছিনাইয়ের চেষ্টাসহ পুলিশ সদস্যদের সাথে ধসাধস্তি, কিল পুষি, লাথি মেরে নীলা ফুলা জখম করে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছ থেকে সর্টগানের ৯২ টি সীসা কার্তুজ ও ১১২ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলিসহ মামলার জব্দকৃত ১ টি ইয়ামাহা মোটরসাইকেল দুষ্কৃতিকারী জনতা নিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়। অন্যদিকে পুলিশের করা মামলায় জনসাধারণ কর্তৃক পুলিশ সদস্যদের মারধর করে জখম করে তাদের কাছ থেকে সর্টগানের কার্তুজ ও চাইনিজ রাইফেলের গুলি এবং থানা থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার নির্ভরযোগ্য কোন তথ্য প্রমান পাওয়া না গেলেও পুলিশের পক্ষ থেকে সর্টগানের কার্তুজ ও চাইনিজ রাইফেলের গুলি ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার দাবী মামলান মাধ্যমে করা হচ্ছে।
এ ব্যপারে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখতার হোসনে বলেন,এ মামলার বিষয়ে আমি কিছু বলতে পারিনা। তাই আমি বক্তব্য কি দিবো?

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী