সংবাদ শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও লুট হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবীতে সমাবেশ শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে শামা ওবায়েদ ইসলাম রিংকু একাধিক মামলার আসামি খুলনার সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার গজারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী আর নেই অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী আর নেই নওগাঁর ধামইরহাটে হত্যা মামলার পলাতক আসামি জমজম ২ ভাই তোহা ও জোহা গ্রেফতার গজারিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যানজট মুন্সিগঞ্জ ডিসি পার্কে জিয়া সাইবার ফোর্সের পরিচিতি সভা।
জলবদ্ধতা নিরোশনের দাবিতে মানববন্ধন, ত্রাণ চাই না পানি সরান।

জলবদ্ধতা নিরোশনের দাবিতে মানববন্ধন, ত্রাণ চাই না পানি সরান।

 

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ

জলাবদ্ধতা নিরসনের জন্য যশোর কেশবপুরে পৌর বাড়ি মালিক সমিতির উদ্যোগে কেশবপুর দৌলত বিশ্বাস চত্বরে মানববন্ধন আলোচনা হয়।
গতকাল বিকাল ৪ঃ০০ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা অব্দি মানববন্ধন আলোচনা চলে উক্ত মানববন্ধন আলোচনা সভায় কেশবপুর পৌর বাড়ির মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামান এবংসঞ্চালনা করেন পৌর বাড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মিন্টু।
মানববন্ধন এবং আলোচনা সভায বক্তব্য রাখেন বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামান খান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাইদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম ঝন্টু, সাংবাদিক ডাবলু,বাড়ি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রহমান বুলবুল, শিক্ষক আব্দুর সালাম,সাংবাদিক আবু হুরাইরা রাসেল, বিএনপি নেতা ওবাই,আযিদ,প্রমুখ,বক্তারা বলেন কেশবপুর উপজেলায় ১০৪ গ্রামের ৪০ হাজার মানুষ পানি বন্দি হযে পড়েছে শুধু মাত্র কেশবপুরের নদ নদীর তলদেশে পলিভরাট হওয়ার কারনে, এছাড়া কেশবপুর উপজেলায অপরিকল্পিত ভাবে মৎস্য ঘের তৈরি করার কারনে সারা বছর ভুগর্বত্য পানি দিয়েঘেরের মধ্যে পানি ভরে রাখে তাহার কারনে বর্ষা মৌসুমে আকাশের বৃষ্টির শুরু হলে। কেশবপুর উপজেলার মানুষের বাড়ীঘরে পানি উঠে। মানববন্ধনে সকল বক্তার দাবি নদী খালের তলদেশে পলি অপসরন করে কেশবপুর উপজেলা বাসিকে দীর্ঘ স্হায়ী বন্যার হাত থেকে রক্ষা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী