সংবাদ শিরোনাম :
গজারিয়ায় স্ট্যান্ডে গাড়ির জন্য দাড়িয়ে থাকা ইঞ্জিণিয়ারের উপর দিয়ে তুলে দেওয়া হলো বাস

গজারিয়ায় স্ট্যান্ডে গাড়ির জন্য দাড়িয়ে থাকা ইঞ্জিণিয়ারের উপর দিয়ে তুলে দেওয়া হলো বাস

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় আনোয়ার  সিমেন্ট সিট ইন্ডাস্ট্রির মোঃ রোকনজ্জামান (৩৮) নামের এক  ইঞ্জিনিয়ার নিহত হয়েছে। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার চাকিরগাঁও
গ্রামের মৃত আবু সাঈদের ছেলে।

তিনি গজারিয়া উপজেলার বাউশিয়ার আনোয়ার সিমেন্ট সিট ইন্ডাস্ট্রিতে ম্যাকানিকেল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার রাত পৌনে ৮টায় মহাসড়কের কমিল্লাম  মুখী লেনের বাউশিয়া পাখির মোড়  এলাকায় এ দর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, অফিস শেষে কর্মস্থল  থেকে মতলবে বাড়িতে ফেরার পথে পাখির মোড় এলাকায় গাড়ির জন্য
অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আশা পদ্মা এক্সক্লসিভ (ঢাকা ব-১৪-৪৬২৪) যাত্রীবাহী বাস তার উপর দিয়ে চলে যায়।

এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক বাস চাপায় মৃতূ্্য হয়।। সে এক ছেলে এক মেয়ের জনক, তার স্ত্রী অন্ত:সত্তা। বুধবার তার অফডে ছিল। তাই তিনি ডাক্তারের সাথে আলোচনা করতে বাড়ি যাচ্ছিলেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক রিয়াদ হোসেন বলেন, বাসের চাপায় নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করে ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই এর চালক ও সহকারী পালিয়ে যান।

 

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী