সংবাদ শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ালো বিলাইছড়ির পালবার লিংক সেন্টার

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ালো বিলাইছড়ির পালবার লিংক সেন্টার

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-খাগড়াছড়ি জেলায় বেটছড়ি গ্রামে বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করেন রাঙ্গামাটি জেলায় বিলাইছড়ি উপজেলার পালবার লিংক সেন্টার।

রবিবার ( ২৫ আগস্ট) দুপুরে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন পালবার লিং সেন্টার শিশুসদনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিলাই ছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত দেব তিষ্য ভিক্ষু।

এছাড়াও উপস্থিত ছিলেন পালবার লিংক সেন্টারের সাধারণ সম্পাদক অংচা খ‌ই মারমা (কার্বারী) এবং পালবার লিং সেন্টার শিশুসদনের স্বেচ্ছাসেবক বৃন্দ।
ত্রাণ সামগ্রির মধ্যে ছিলো চাউল ১০ কেজি, মসুর ডাল ১ কেজি,আলু ২ কেজি, নাপ্পি ২৫০ গ্রাম,পেঁয়াজ ১ কেজি,রসুন ২৫০ গ্রাম,লবন ১ কেজি,তৈল ৫০০ গ্রাম এবং প্রয়োজনীয় ঔষধপ্রত্র।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী