কোচ হওয়ার ব্যাপারে আমার সঙ্গে কারও কোনো আলোচনা হয়নি-আমিনুল ইসলাম বুলবুল

কোচ হওয়ার ব্যাপারে আমার সঙ্গে কারও কোনো আলোচনা হয়নি-আমিনুল ইসলাম বুলবুল

নাগরিক বানী ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় দলের কোচ হলে তো সেটা অত্যন্ত গর্বের ব্যাপার। বর্তমানে আমার যে অবস্থান, ডেভেলপমেন্টের বিভিন্ন পর্যায় নিয়ে কাজ করি আমি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক অনেক বড় অপারেশন, ২০টা ছোট ছোট দেশ আছে, সেই সব দেশের সমস্ত অপারেশন দেখি আমি। বলা যায় প্রতিটা দেশের প্রধান নির্বাহীর কর্মকর্তার উপরে থেকে কাজ করি আমি। এই মুহূর্তে ম্যানেজমেন্টের কাজ এভাবে করছি। আবার যখন খেলোয়াড়দের দেখেন, খেলোয়াড়ের উপরে থাকেন কোচ, কোচের উপরে থাকেন একজন কোচ টিউটর, কোচ টিউটরের উপরে থাকেন মাস্টার এডুকেটর। আমি ওই কাজটা এখন করি।

কোচিংটা আমার কাছে পানির মতো, খুব সহজ একটা কাজ। সিনিয়র কাউকে জুনিয়রের রোল দিলে তার জন্য সেটা সহজ হবে। অমনই একটা অবস্থায় আছি। তবে আমাকে যদি বাংলাদেশ সত্যিকার অর্থেই কাজে লাগাতে চায় বা আমি যদি কাজে লাগতে চাই, আমার মনেহয় ক্রিকেট ম্যানেজার বা ক্রিকেট ডিরেক্টর হলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালোভাবে কাজ করতে পারবো। যেহেতু এই কাজটা আমি এশিয়াতে দায়িত্বের সঙ্গে করে যাচ্ছি। আমার দেশে যদি আমি কোচের থেকে ক্রিকেট ডিরেক্টর হই, সমস্ত দেশের ক্রিকেট আমি চালাবো, ওই রকম একটা পজিশন হলে হয়তো বাংলাদেশকে ভালো সার্ভিস দিতে পারবো। তাহলে বড় পরিসরে কাজ করা যাবে। “

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী